নোটিশ :
সারাদেশ প্রতিদিনে আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
টঙ্গীতে ঝুট ব্যবসার দ্বন্দ্বে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণ পুলিশসহ আহত ৫ নাগেশ্বরীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত ভিশন পলিটেকনিকের অধ্যক্ষ ইসলামপুর এম ইউ সিনিয়র ফাজিল মাদরাসার সহ সভাপতি নির্বাচিত লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুদকের অভিযান কুবিতে লিবারেল মাইন্ডসের নতুন ভিপি জাহিদ, সম্পাদক রাজীব টঙ্গী রেলওয়ে জংশন থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ লালমনিরহাটে মাদক চোরাকারবারির হামলায় দুই বিজিবি সদস্য আহত ঐক্যমত কমিশনের আহ্বানে জামায়াত নেতৃবৃন্দের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত সন্ত্রাসী কিলার সুজন গ্রেফতার

কুবিতে লিবারেল মাইন্ডসের নতুন ভিপি জাহিদ, সম্পাদক রাজীব

  • আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৮১ বার পঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সহশিক্ষা সংগঠন ‘লিবারেল মাইন্ডস’ এর নতুন কার্যনির্বাহী কমিটি-২০২৫ গঠন করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে মো. জাহিদ হোসাইন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে রাজীব মিয়া নির্বাচিত হয়েছেন। তারা দু’জনেই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রবিবার (১৮ মে) বিকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। এই নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন—বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন এবং সহকারী অধ্যাপক তারিন বিনতে এনাম। কমিটি ঘোষণাকালে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম এম শরীফুল করীমসহ বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নতুন কমিটিতে কোষাধ্যক্ষ পদে কে. এম. ইশতিয়াক রহমান (১৫তম আবর্তন) , ক্রীড়া সম্পাদক পদে কাজী তাহসিন আহমেদ (১৬ তম আবর্তন), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ নাঈম খান (১৮ তম আবর্তন) মনোনীত হয়েছেন। এছাড়া রিডিং সার্কেলের আহবায়ক হয়েছেন ফাতেহা আক্তার (১৬ তম আবর্তন) , ডিবেট ও ল্যাঙ্গুয়েজ ক্লাবের আহবায়ক মোহাম্মদ ফারুক (১৬ তম আবর্তন) , থিয়েটারের আহবায়ক আসমা-উল-হুসনা (১৬ তম আবর্তন) এবং কালচারাল ক্লাবের আহবায়কের দায়িত্ব পেয়েছেন ১৬ তম আবর্তনের শিক্ষার্থী সামিন শাহরিয়া।

এছাড়া প্রতিটি উইংসের আহ্বায়ক লিবারেল মাইন্ডসের নির্বাহী কমিটির সাথে আলোচনা করে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নিজ নিজ উইংসের কমিটি গঠনের জন্য সদস্য সচিব ও সদস্য কো-অপ্ট করবে।

সহ-সভাপতি মো.জাহিদ হোসাইন বলেন, “আমাদের ক্লাবের মূল লক্ষ্য হলো শিক্ষকদের পরামর্শে শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নয়ন, বিশেষত সাংস্কৃতিক এবং নেতৃত্বের গুণাবলি বৃদ্ধির মাধ্যমে। এটি শুধু আমাদের বিভাগের কার্যক্রমে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ নয় বরং আমাদের মানসিক, সামাজিক এবং পেশাদার জীবনে কার্যকরী ভূমিকা রাখার একটি অমূল্য সুযোগ। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যেখানে নেতৃত্ব, সৃজনশীলতা এবং কার্যকরী যোগাযোগের ক্ষমতা গুরুত্বপূর্ণ, সেখানে আমাদের ক্লাবের কার্যক্রম এই প্রয়োজনীয় দক্ষতাগুলোর বিকাশে বিশেষ ভূমিকা পালন করে। আমরা নিশ্চিত করতে চাই যে, আমাদের সাংস্কৃতিক এবং নেতৃত্বমূলক কর্মসূচি শুধু বর্তমানের প্রয়োজনীয়তাগুলোকেই প্রতিফলিত করবে না, বরং শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করবে।”

সাধারণ সম্পাদক রাজীব বলেন,” লিবারেল মাইন্ডসের প্রতিটি সদস্য ইংরেজি বিভাগের সার্বিক কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করবে। এবার থেকে প্রতিটি উইংসেয়ের মাসিক কার্যক্রম পরিচালনা করা হবে। সর্বোপরি যে কোন অনুষ্ঠান পরিচালনায় সকল শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি। ‘

উল্লেখ্য, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তীতে সভাপতি পদের জন্য পুনঃনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 saradeshpratidin.com
Design & Development By HosterCube Ltd.