
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ/২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলা এলএসডিতে লালমনিরহাট জেলা খাদ্য বিভাগের আয়োজনে এ ধান ও চাল সংগ্রহ/২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ধান ও চাল সংগ্রহ এর শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক অনিক পাল অন্তু। এ সময় লালমনিরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রিয়াজুল ইসলাম, লালমনিরহাট সদর এলএসডির খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ.ম হাবিবুল হক, লালমনিরহাট জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু, আলহাজ্ব শেখ নেছার উদ্দিন, মোঃ হায়দার আলী, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ কৃষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, অভ্যন্তরীণ আমন চাল ৬১৩৭মেঃ টন ও ধান ৮০৫০০০মেঃ টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।