
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল হামিদ সরকার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস। বক্তব্য রাখেন আমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমতাজ আলী, চিনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজ শহীদ সরকার, শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুশরাত জাহান প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।
একই অনুষ্ঠানে লালমনিরহাট সদর উপজেলার ১০৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্ক্রিন এবং ৩৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল হামিদ সরকার বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছিয়ে থাকা শিক্ষার্থীদের সার্বিক শিক্ষার মান উন্নয়নে অপারগ শিক্ষার্থীর তালিকা প্রনয়ণ করা হয়। তালিকা অনুযায়ী কৌশল নির্ধারণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং হচ্ছে।