
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের ৫টি উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ৩০মিনিটের কালবৈশাখীর ঝড়ে জমির ফসল, ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় কালবৈশাখী ঝড় তান্ডব চালায়।
সেই সাথে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ধান, ভুট্টা, আম, লিচুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ে ভেঙে যায় বাড়িঘর, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ সংযোগ।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা কাকিনা ইউনিয়নের বাসিন্দা মোঃ সুমন মিয়া জানান, বাড়ির পাশে গাছ পড়ে একটি টিনের ঘর ভেঙে গেছে। ক্ষতি হয়েছে তামাকসহ বিভিন্ন ফসলের।
একই এলাকার সাইদুর রহমান জানান, কাকিনা তিস্তা চর সংলগ্ন একটি বাজারে বড় একটি বটগাছ উপড়ে পড়ে তিনটি টিনের ঘর ও বাজারের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়াও ঝড়ে অনেক এলাকায় সড়কের ওপর গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গাছ সরিয়ে যান চলাচল সচল করে।
হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. মশিউর রহমান বলেন, কালবৈশাখী ঝড়ে আমার ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে।
লালমনিরহাট সদর উপজেলার হারাটি এলাকার বাসিন্দা সেলিম মিয়া জানান, ঝড়ে আমার দুইটি ঘরের টিনের চাল উড়ে গেছে। এছাড়াও আশপাশের অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলাল উদ্দিন জানান, এই ইউনিয়নেও ঝড়ে ফসলি জমি ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হবে।