
কুবি প্রতিনিধি
কুমিল্লার আন্দোলনের অন্যতম কেন্দ্রস্থল কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন শ্রীধরপুরে ঈদ উপহার বিতরণ করেছে ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
আজ ২৯ মার্চ (শনিবার) কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন শ্রীধরপুরে কয়েকটি পরিবারে ঈদ সমগ্রী পৌঁছে দিয়েছেন ছাত্র-জনতার অভ্যুত্থান থেকে অনুপ্রাণিত সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হান্নান রহিম জানান,”কুমিল্লার আন্দোলনে কোটবাড়ির শ্রীধরপুরের মানুষের ভুমিকা ছিলো অনন্য। তারা আমাদেরকে আশ্রয় দিয়েছে, খাবার খাইয়েছে, সেবা শুশ্রূষা করেছে সে সব মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়, খোঁজখবর নেয়ার জন্যই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা আমাদের আন্দোলনের সাথীদের হৃদয়ে ধারণ করতে চাই।”
উল্লেখ্য, জুলাই-আগষ্ট ২০২৪ সালে সংঘঠিত হওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার অভ্যুত্থান অনুপ্রাণিত সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।