
মো : শাহজামাল শাওন , ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫শে মার্চ মঙ্গলবার আসরের নামাজের পরে ফুলবাড়ী গংগারহাট উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা সেকেন্দার আলীর সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি ইউনুস আলীর পরিচানায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কুড়িগ্রাম জেলা সভাপতি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী, বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান , এসময় উপস্থিত ছিলেন সাবেক জেলা জামায়াতের নায়েবে আমীর দেওয়ান আমিনুল ইসলাম উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের বিএসসি প্রমূখ।