
মো : শাহজামাল, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রথম বারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে মিডিয়া ব্যক্তি সুশীলসমাজ ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪শে মার্চ সোমবার আসরের নামাজের পরে ফুলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে উপজেলা আমীর মাওলানা আব্দুল মালেক সাহেব এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমানের পরিচানায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে মাওলানা গোলজার হোসেনের কুরআন তেলাওয়াত এর মাধ্যমে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা সভাপতি মাওলানা সেকেন্দার আলী, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি মাস্টার রফিকুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলবাড়ী উপজেলা সভাপতি বাবুল মিয়া, সাবেক জেলা জামায়াতের নায়েবে আমীর দেওয়ান আমিনুল ইসলাম উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের বিএসসি প্রমূখ।