
কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামের রৌমারী উপজেলা জামায়াতের উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ মার্চ মঙ্গলবার আসরের নামাজ হইতে জনতার ঢল নিয়ে অনুষ্ঠিত হয় রৌমারী উপজেলা জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুল মতিন ফারুকী, বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারী মাও আব্দুল হামিদ মিযা , আরো বক্তব্য রাখেন উপজেলার আমীর অধ্যাপক হায়দার আলী, ২৮ কুড়িগ্রাম ৪ এর জামায়াতে ইসলামীর সম্ভাব্য এম পি প্রার্থী জনাব মুস্তাফিজুর রহমান মোস্তাক , রাজীবপুর উপজেলা আমীর মাও আব্দুল লতীফ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক শাহাদত হোসাইন।