
মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো দেশের শীর্ষ দৈনিক যুগান্তরের ২৫তম রজত জয়ন্তী উৎসব। ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ১১ টায় আনন্দ শোভাযাত্রা সহ উপজেলা পরিষদ মিলনায়নে কেক কেটে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।
দৈনিক যুগান্তর হোমনা প্রতিনিধি ও হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকারের সভাপতিত্বে হোমনা উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ক্ষেমালিকা চাকমা, সহকারি কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, হোমনা মেঘনা সার্কেলের এএসপি মো. আবদুল করিম, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম, উপজেলা জামাতের আমির মাওলানা সাইদুল হক, সেক্রেটারী কাজী ইব্রাহিম খলিল, গণ অধিকার পরিষদের সভাপতি রাজ আহাম্মেদ দুলাল, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন
বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক মো. সাইদুল ইসলাম, আলীআশ্রাফ, আবু ইউসুফ, কুমিল্লা উত্তর জেলা যুগান্তরের প্রতিনিধি মো. কবির হোসেন, তিতাস প্রতিনিধি মো. মহসিন মিয়া, হোমনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, সেক্রেটারী মো. আক্তার হোসেন, থানা প্রেস ক্লাবের সভাপতি মো. কামাল হোসেন সহ হোমনা, মেঘনা ও তিতাস উপজেলার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা দৈনিক যুগান্তরের সাংবাদিকতার গুণগত মান ও সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর, যেখানে সাংবাদিকতা ও গণমাধ্যমের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
পরে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুল এর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।