
মোঃ তারিকুল ইসলাম, হোমনা, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে তারুণ্যের উৎসব-২০২৫ উৎযাপন উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবলের বালক অনূর্ধ্ব-১৭ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় মুরাদনগর উপজেলার বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে জাতীয় গোল্ডকাপ ফুটবলের বালক অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতার ফাইনাল খেলা আমাদের তরুণদের মেধা ও প্রতিভা বিকাশের একটি অসাধারণ উদাহরণ। এ ধরনের আয়োজন যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এতে অংশগ্রহণ করেন, আকবপুর ইউনিয়ন একাদশ বনাম নবীপুর পশ্চিম ইউনিয়ন একাদশ।
উক্ত খেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক খেলার মাঠে উপস্থিত ছিলেন। নবীপুর পশ্চিম ইউনিয়ন একাদশ কে ট্রাইব্রেকারে হারিয়ে একাবপুর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়।
সহকারী কমিশনার ভূমি, সাকিব হাসান খানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন, ফরিদ উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সম্পাদক উপজেলা ক্রিড়া সংস্থা, মোঃ শিমুল বিল্লাহ, চেয়ারম্যান, আকবপুর ইউনিয়ন পরিষদ, ভিপি জাকির হোসেন, চেয়ারম্যান, নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ
এবং বিশেষ অতিথি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উক্ত খেলায় প্রধান রেফারি ছিলেন- এমদাদুল হক এবং সহকারী রেফারি কামাল এবং জনি। ধারাভাষ্যকার ছিলেন, কথার যাদুকর কথার খেলোয়ার ধারাভাষ্যকার কবি দেলোয়ার।