পীরগঞ্জ,( রংপুর) প্রতিনিধি।। রংপুর জেলা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পীরগঞ্জ আদালতে রূপালী ব্যাংক শাখার পিয়ন, এনামুল হককে অর্থ জ্বালিয়াতির মামলায় জেল হাজতে প্রেরণ করেছেন। এনামুল হক রংপুর জেলার, পীরগঞ্জ উপজেলার, ভেন্ডাবাড়ি ইউনিয়নের, মৃত আনিছার রহমানের পুত্র বলে জানা যায়। বর্তমানে এনামুল হক, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা রূপালী ব্যাংক শাখায়, পিয়ন গ্রেট- ২ পদে কর্মরত আছেন। গত ১৯ শে অক্টোবর ২০২৪ইং তারিখে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায় – এনামুল হক তার আপন চাচাতো ভাই আশরাফুল ইসলামের নিকট থেকে গত ২৮/০৭/২০২০ইং সনে ৩০০/= টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরপূর্বক ১৩,০০০০০/= (তের লক্ষ টাকা) ২৮/১১/২০২২ইং তারিখে ফেরত দেওয়ার কথা বলে ধার গ্রহণ করেন।
কিন্তু পরবর্তীতে আশরাফুল ইসলামকে টাকা ফেরত না দেয়ার কথা অস্বীকৃতি জানিয়ে বিভিন্ন সময় প্রান নাষের হুমকি দিয়ে আসছিলেন।
উপায়ান্তর না পেয়ে মামলার বাদি আশরাফুল ইসলাম, রংপুর জেলা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পীরগঞ্জ আদালতে অর্থ জ্বালিয়েতির এই মামলা করেন। যার মামলা নং – সি আর -১৫৮/২০২২ইং। মামলার বাদি আশরাফুল ইসলাম আরো জানান – রূপালী ব্যাংকের পিয়ন এনামুল হক, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার, ভেন্ডাবাড়ি রূপালী ব্যাংক শাখায় কর্মরত থাকা অবস্থায় অসংখ্য ব্যাংক গ্রাহককে ক্ষুদ্রঋণ, সি সি লোন দেয়ার প্রলোভনে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার ও অভিযোগ করছেন। তাছাড়া প্রিয়ন এনামুলের বিরুদ্ধে গ্রাহকের নামে ক্ষুদ্র লোন উত্তোলন-পূর্বক নিজে অর্থ নেয়ার একাধিক অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগী গ্রাহকগণ ও মামলার বাদী আশরাফুল ইসলাম তদন্ত সাপেক্ষে আইনুলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট।