জাতীয় সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা চালু করতে হবে
বলে জানিয়েছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি বলেন, “আগামিতে এদেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধকারী শক্তি হলো জামায়াতে ইসলামী। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। স্বাধীনতার ৫৩ বছর পর স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশে নতুন সুযোগ এসেছে। আমাদের সেই সুযোগ কাজ লাগাতে হবে। প্রত্যেক মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। ইসলামের আইনে সুন্দর সমাজ বিনির্মাণ করতে হবে।”
তিনি আজ ১১ অক্টোবর, জুমাবার ময়মনসিংহ মহানগরী জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহানগরী আমীর মাওলানা কামরুল আহসান এমরুল এর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামীউল হক ফারুকী, ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মোঃ আবদুল করিম প্রমুখ।