
নিউজ ডেস্ক :
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে মহানগরীর দক্ষিণ জামায়াতের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে প্রতিবাদ মিছিলটি পল্টন মোড় থেকে বিজয়নগর হয়ে নাইটেঙ্গেল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলাওয়ার হোসেন, ড. আব্দুল মান্নান ও মো. শামছুর রহমান; মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে মাওলানা মোশাররফ হোসেন, আমিনুর রহমান, শাহীন আহমেদ খান; মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনসহ মহানগরী ও বিভিন্ন থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ।