
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ১২ জন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য সাময়িক বহিষ্কার এবং হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সুপারিশ এবং শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে ৭ জন মার্কেটিং বিভাগের এবং ৫ জন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, যারা সকলেই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের।
এছাড়াও, র্যাগিংয়ে জড়িত থাকায় মার্কেটিং বিভাগের আরও ১৭ জন শিক্ষার্থীকে অভিভাবকের মুচলেকার শর্তে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “র্যাগিংয়ের ঘটনায় বাংলা ও নৃবিজ্ঞান বিভাগের জন্য একটি এবং মার্কেটিং বিভাগের জন্য আরেকটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ১২ জন শিক্ষার্থীকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। একইসাথে বহিষ্কৃতদের অভিভাবক, বিভাগীয় প্রধান ও ছাত্র উপদেষ্টার কাছ থেকে মুচলেকা নেওয়া হবে যেন ভবিষ্যতে তারা এমন কোনো আচরণে না জড়ায়।”
উল্লেখ্য, গত ২ জুলাই মার্কেটিং বিভাগে এবং ৬ জুলাই নৃবিজ্ঞান বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের র্যাগিংয়ের শিকার হওয়ার অভিযোগ উঠে। এরপর প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু হয় এবং এ সিদ্ধান্ত নেওয়া হয়।