
নিউজ ডেস্ক :
গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিরপুরে আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিক,জিয়াউল হাসান,ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দীকি, ডা.আসাদুজ্জামান কাবুল,ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, শাহ আলম তুহিন প্রমুখ।
মিছিল শেষে সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপর্যুপরি ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় সন্ত্রাসীদের গ্রেফতার না করায় পতিতরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যেই গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষে গ্রহণ করতে হবে। অন্যথায় সারাদেশে দাবালন জ্বলে উঠবে।