
লালমনিরহাট প্রতিনিধি: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমনিরহাট পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাদুল হাবিব-কে সংগঠনের সকল পদ থেকে স্থায়ী বহিস্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখা।
রোববার (১৩ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার এই সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কারাদেশ প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমনিরহাট জেলা শাখার অধীনস্থ লালমনিরহাট পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাদুল হাবিবকে সংগঠনের সকল পদ থেকে স্থায়ী বহিস্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর খান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোন রূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।”
এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর খান বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপরিউক্ত ব্যক্তিকে দলীয় পদ থেকে বহিস্কারাদেশ প্রদান করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।