নিউজ ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন ১৯ জুলাই জাতীয় সমাবেশের দিন রাজধানীর প্রতিটি প্রান্তে জনস্রোত তৈরি করতে জামায়াতের কর্মীদের নিরলস পরিশ্রম করতে হবে।জামায়াত ঘোষিত ৭ দফা আদায়ের মাধ্যমে বাংলাদেশ নতুন একটি সুন্দর সমাজ বিনির্মানে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
তিনি আজ রাত ৮.০০টায় রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় সমাবেশ বাস্তবায়নে ইউনিট দায়িত্বশীল সমাবেশ, গণসংযোগ ও মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য জিল্লুর রহমান, আহসান উল্লাহ, ইউসুফ আলী মোল্লা, কলিম উল্লাহ, আবু সাঈদ মন্ডল ও এস এম মনির আহমেদ প্রমুখ।সমাবেশ শেষে মিছিল কারওয়ান বাজার আম্বরশাহ শাহী জামে মসজিদের সামনে থেকে শুরু গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফার্মগেট গোল চত্বরে পথসভার মাধ্যমে শেষ হয়।
সেলিম উদ্দিন বলেন,নতুন বাংলাদেশের প্রতিটি প্রান্তর হবে বৈষ্যমহীন, চাঁদাবাজ,সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ জনপদ। যে জনপদে মানুষের অধিকার নিশ্চিতে তাকে কারো কাছে ধর্না দিতে হবেনা।জনপ্রতিনিধিরা শাসক নয় হবে খাদেম। জামায়াত সে ধরনের সমাজ কায়েমে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।তিনি দেশবাসীকে বিশেষ করে রাজধানীবাসীকে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশে যোগদানের আহবান জানান।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.