লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় হামলা, ভাংচুর ও সাজাপ্রাপ্ত আসামীকে ছিনিয়ে নেওয়ার ঘটনার মামলায় আরও ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এছাড়াও হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে পুলিশের কাজে বাঁধা দেওয়ার মামলায় হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরনবী খন্দকার কাজল ও মাহফুজুর রহমান বিপ্লবসহ আরও ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার মির্জারকোর্ট এলাকার বাসিন্দা এবং ভ্রাম্যমাণ আদালতে এক মাসের সাজাপ্রাপ্ত আসামী সোহেল রানা (২৮), পাটগ্রাম পৌরসভার ৮নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মাসুদ রানা (২৬) এবং বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের বাসিন্দা ও ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (৩৪)।
বুধবার (২ জুলাই) রাতে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালানো হয়। ওই সময় একটি ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের সাজাপ্রাপ্ত ২ আসামীকে থানা থেকে জোর করে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় ২৭জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামী করা হয়। মামলায় সরকারি কাজে বাঁধা, হত্যার উদ্দেশ্যে পুলিশকে মারধর, সরকারি সম্পদ ধ্বংস ও চুরি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।
ওই রাতেই পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র্যাবের সহযোগিতায় পুলিশ ৪জনকে গ্রেফতার করে। তারা হলেন- পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পাটগ্রাম ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মানিক, পাটগ্রাম পৌরসভার ধরলা মোড় এলাকার স্থানীয় বাজারের নৈশপ্রহরী আবুল কালাম এবং পৌরসভার ভেতর বাজারের একটি রেস্তোরাঁর কর্মচারী আবদুর রশিদ।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, থানায় হামলা ও আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় গত দুই দিনে মোট ৭জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অপরদিকে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাংচুরের সময় হাতীবান্ধা থানার সামনে ৭০ থেকে ৮০টি মোটর সাইকেল দিয়ে সড়কে ব্যারিকেড দেন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পাটগ্রাম থানা পুলিশ সদস্যদের উদ্ধারে হাতীবান্ধা থানা পুলিশ যেন যেতে না পারে সেজন্য অবরুদ্ধ করে। পুলিশকে ধাক্কাধাক্কি ও গালাগালি করে। এ সক্রান্ত সিসিটিভির ফুটেজ পুলিশের হাতে আছে। অবৈধ অবরোধ, সরকারি কর্তব্য পালনে বাঁধা ও হুমকি দেওয়ার অভিযোগে ফৌজদারি ধারায় মামলা করা হযেছে। উক্ত মামলায় ২জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ওই মামলার প্রধান আসামী পাটগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও পাথর মিশ্রিত বালুমহালের ইজারাদার বাদশা জাহাঙ্গীর মোস্তাজির। মামলার দ্বিতীয় আসামী পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পাথর মিশ্রিত বালুমহালের অপর ইজারাদার মাহমুদ হোসেন। তাদের ২জনকে শুক্রবার (৪ জুলাই) রাতে বিএনপি ও যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে পাটগ্রামে উদ্ধারে যেতে না দিতে হাতীবান্ধা থানাও অবরুদ্ধ করার মামলায় আরও ২জনকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানার পুলিশ।
লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, পাটগ্রাম থানায় হামলা করে আসামী ছিনিয়ে নেয়া ও হাতীবান্ধা থানায় অবরুদ্ধ করার মামলায় নতুন করে আরও ৫জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট ৯জনকে গ্রেফতার করা হলো।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.