
লালমনিরহাট প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরনবী খন্দকার কাজল-কে দল থেকে অব্যাহতি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখা।
শনিবার (৫ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখার এই সিদ্ধান্ত মোতাবেক লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আব্দুস ছাত্তার, সদস্য সচিব মোঃ মিঠুন সরকার মিঠু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখার আওতাধীন হাতীবান্ধা উপজেলা শাখার আহবায়ক নূরনবী খন্দকার কাজলকে কেন্দ্রীয় কমিটির সভাপতি/ সাধারণ সম্পাদক এর অনুমতি সাপেক্ষে আহবায়ক পদ সহ সকল প্রকার সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হইলো। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দলের সকল পর্যায়ের দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হইলো।”
এ ব্যাপারে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আব্দুস ছাত্তার ও সদস্য সচিব মোঃ মিঠুন সরকার মিঠু বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে উপরিউক্ত ব্যক্তিকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য যে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় পদ থেকে অব্যাহতি প্রসঙ্গে সদয় অবগতির জন্য অনুলিপি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি/ সাধারণ সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি/ সাধারণ সম্পাদক, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক/ সদস্য সচিব, অফিস কপি বরাবরে ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে।