
লালমনিরহাট প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য বাদশা জাহাঙ্গীর মোস্তাজির চপল-কে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখা।
শুক্রবার (৪ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার এই সিদ্ধান্ত মোতাবেক লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “নির্দেশিত হয়ে আপনাকে অবগত করা যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে আপনি দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমে নিয়োজিত থেকে দলীয় ভাবমূর্তী ক্ষুন্ন করেছেন মর্মে আপনাকে দল থেকে বহিষ্কার করা হইল।”
এ ব্যাপারে লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে উপরিউক্ত ব্যক্তিকে দলীয় পদ থেকে বহিষ্কার প্রদান করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য যে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ থেকে বহিষ্কার প্রসঙ্গে সদয় অবগতির জন্য অনুলিপি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ), পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি/ সাধারণ সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির অফিস কপি বরাবরে ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে।
এদিকে শুক্রবার (৪ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত অপর একটি প্রেস বিজ্ঞপ্তিতে মাহমুদ হোসেন-এর বহিষ্কারাদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার আহবান উল্লেখ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেনকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।