
মোঃ তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্লা):
কুমিল্লার হোমনায় দড়িচর মাঠ উন্নয়ন ও খেলা ব্যবস্থাপনা কমিটির আয়োজনে দড়িচর ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার ৪ জুলাই বিকেলে দড়িচর উচ্চ বিদ্যালয় মাঠে এক জমজমাট আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের সূচনা হয়।
ভার্চুয়ালি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা। উদ্বোধনী খেলায় আলীপুর একাদশ ৩-০ গোল ব্যবধানে উপজেলা প্রশাসন একাদশকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দড়িচর মাঠ খেলা পরিচালনা কমিটির সভাপতি নবী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, বিএনপি নেতা আবদুল ওয়াহাব, ডা. মো. হাসান আলী, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান মুকুল, সমাজসেবক গিয়াস উদ্দিন মাস্টার, দুলাল মুক্তার, সেলিম কায়সার, কৃষক দলের সদস্য সচিব সালাউদ্দিন নজু, মোঃ রিয়াজুল হক ও অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম প্রমুখ।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। খেলার ধারাভাষ্যে ছিলেন কবি দেলোয়ার। রেফারির দায়িত্ব পালন করেন সফিকুল ইসলাম মুন্না, মো. ওমর ফারুক ও সম্রাট।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অন্য অপসংস্কৃতি থেকে দূরে রাখাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।