মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: দেশের সকল বৈষম্য দূরীকরণে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সময়ের প্রয়োজনে আর রক্তের বিনিময়ে এনসিপির জন্ম হয়েছে। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিয়ে কুড়িগ্রাম জেলার পদযাত্রা শেষে লালমনিরহাটে এসে এমন মন্তব্য করেছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।
বুধবার (২ জুলাই) লালমনিরহাটের মিশন মোড় চত্ত্বরে বিশেষ বক্তব্য দিতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, এ জেলার নদীর অধিকার, সীমান্তের নিরাপত্তার অধিকার, অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য দূরীকরণের এনসিপি কাজ করে যাবে। এনসিপি তরুণদের রক্তের বিনিময়ে ও সময়ের প্রয়োজনে গঠিত হয়েছে। সংবিধান সংস্কার, জুলাই সনদ ও শেখ হাসিনার বিচার না হওয়ার আগ পর্যন্ত নির্বাচন বর্জন করার ঘোষণা করেন।
আরেক মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচার না করা পর্যন্ত প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন ড. ইউনুস।
এছাড়া আরও বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সংগঠক সার্জিস আলম বলেন, এনসিপি প্রতিটি মানুষের দয়া আর দানে এগিয়ে যাবে। স্বচ্ছতা আর জবাবদিহির মাধ্যমে সকলের মনে আস্তা করে নিবে এনসিপি।
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, গণহত্যার বিচার আর সংবিধান সংশোধন ইউনুস সরকারের গুরু দায়িত্ব। এগুলো তাকেই করতেই হবে।
গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রংপুর বিভাগের সংগঠক লালমনিরহাটের এনসিপি নেতা রাসেল ইসলাম প্রমুখ। এ সময় এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.