
মোস্তফা কামাল মামুন,
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার জয়মনির হাট ইউনিয়নের ছোটখাটামারীতে নিখোঁজের ৩ দিন পর এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারকৃত মরদেহটি ওই গ্রামের একটি পাকা করা কবরের দেয়ালের ভিতরে পড়ে ছিলো। পুলিশের ধারনা অস্বাভাবিক মৃত্যু হয়েছে ওই নারীর।
নিহত নারীর নাম সুমি খাতুন (৪০)।
স্বামী পরিত্যাক্তা সুমি একই গ্রামের মাষ্টারপাড়ার গাজীউর রহমান মাষ্টারের মেয়ে।
স্থানীয়রা জানান ২২ বছর আগে সুমির সুলতান নামের এক যুবকের সাথে বিয়ে হয়। প্রায় পাঁচ বছর আগে তাদের ডিভোর্স হয়। স্বামীর ঘরে সুমির দুই সন্তান রয়েছে। স্বামীর সাথে ডিভোর্সের পর বাবার বাড়ি খাটামারীর মাষ্টার পাড়ায় থাকতো সুমি। সুমি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো।
সুমির ভাই মঞ্জুরুল ইসলাম বলেন, গেল শুক্রবার (২৭ জুন) বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় তার বোন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিখোঁজের ঘটনাটিকে তারা বেশী গুরুত্ব দেয়নি।
সোমবার (৩০ জুন) সকালে একই গ্রামের আইজ উদ্দিন মাষ্টারের পাকা করা কবরের দেয়ালের ভিতরে মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নারীর গলায় ওড়না পেছানো ছিলো এবং মুখ ফোলা ছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ থানায় নিয়ে আসে ।
ভূরুঙ্গামরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।