মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে নিখোঁজ ১২বছরের শিশু সন্তান মোঃ সোহানুর রহমান সোহানকে উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
শনিবার (২৮ জুন) লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার লালমনিরহাট থানাধীন পৌরসভাস্থ রেলওয়ে স্টেশন এলাকা হইতে নিখোঁজ ১২বছরের শিশু সন্তান মোঃ সোহানুর রহমান সোহানকে উদ্ধার করেছে লালমনিরহাট থানা পুলিশ। সংবাদদাতা- মোঃ তাজুল ইসলাম (৩৬), পিতা-মৃতঃ সিরাজ উদ্দিন, মাতা- তাসিনা বেওয়া, সাং-সারপুকুর (মাষ্টারপাড়া), থানা-আদিতমারী, জেলা- লালমনিরহাট এর নিখোঁজ পূত্র সন্তান- মোঃ সোহানুর ইসলাম সোহান (১২), সে তাহার দাদী মোছাঃ তাসিনা বেওয়া (৬৫) এর সঙ্গে অত্র থানাধীন ওয়ারলেছ কলোনী এলাকায় থাকিয়া নিউ কলোনী হাফেজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগ শাখায় অধ্যয়নরত ছিল। গত ২০/২/২০২৫ইং তারিখ রাত্রি অনুমান ৯টা ৩০মিনিটের সময় লালমনিরহাট সদর থানাধীন রেলওয়ে স্টেশন এলাকা হতে কাউকে কিছু না বলিয়া নিজের ইচ্ছায় উক্ত সোহানুর ইসলাম সোহান অজ্ঞাত স্থানে চলে যায়। পরবর্তীতে তাহার পিতা সংবাদদাতা লালমনিরহাট থানায় আসিয়া লালমনিরহাট থানার জিডি নং- ১৫০৪, তারিখ- ২৫/২/২০২৫ইং সাধারণ ডায়রীভুক্ত করেন। উক্ত নিখোজ জিডির দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ তুহিন মিয়া দায়িত্ব পাওয়ার পর নিখোঁজ ছেলের সন্ধানের উদ্দেশ্যে বাংলাদেশের সকল থানায় বেতার বার্তা প্রেরণসহ বিভিন্ন সিসি ক্যামেরা চেক করেন। এছাড়াও মাদ্রাসায় খোঁজ-খবর নেন। ভিকটিমের পিতাকে সঙ্গে নিয়া বিভিন্ন স্টেশনে খোঁজ-খবর সহ স্টেশন কর্তৃপক্ষের সহিত কথাবার্তা ও সংশ্লিষ্ট এলাকায় মাইকিং, বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে আপলোড করা সহ বিভিন্ন পত্রিকায় নিখোঁজ সংবাদ প্রকাশের ব্যবস্থা করা হয়। খোঁজা-খুজির একপর্যায়ে সন্ধান পাইলে ইং ২৭/৬/২০২৫ইং তারিখ কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা হইতে বেলা অনুমান ১১টার সময় দায়িত্বপ্রাপ্ত অফিসার ও তাহার পিতাকে সঙ্গে নিয়ে নিখোঁজ/ভিকটিম মোঃ সোহানুর ইসলাম সোহানকে উদ্ধার পূর্বক থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে পরিবারের নিকট হস্তান্তর করে।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.