লালমনিরহাট প্রতিনিধি: সম্প্রতি গোশালা বাজার লালমনিরহাটে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে ইসকন লালমনিরহাটের বিবৃতি দিয়েছে।
বুধবার (২৫ জুন) ইসকন লালমনিরহাটের সভাপতি মহাকৃষ্ণ প্রেম দাস ব্রহ্মচারী স্বাক্ষরিত বিবৃতিতে এমনটিই জানিয়েছেন।
ইসকন লালমনিরহাটের সভাপতি মহাকৃষ্ণ প্রেম দাস ব্রহ্মচারী স্বাক্ষরিত বিবৃতি সূত্রে জানা গেছে, "সম্প্রতি গোশালা বাজার লালমনিরহাটে ঘটে যাওয়া সহিংস ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশকে নানাভাবে জড়িয়ে আমাদের সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্থ করার চেষ্টা চলছে। শ্রী পরেশ চন্দ্রশীল, পিতা-মৃতঃ খোকারাম শীল ও শ্রী বিষ্ণু চন্দ্র শীল, পিতা- শ্রী পরেশ চন্দ্র শীল তারা আমাদের ইসকনের ভক্ত নয় এবং সদস্যও নয়। আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং স্পষ্টভাবে জানাতে চাই যে, ইসকন বাংলাদেশ একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন, যা সারা বিশ্বের মতো বাংলাদেশেও সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা ও মানবকল্যাণে নিবেদিত।
ইসকন বাংলাদেশের সমুজ্জ্বল ভাবমূর্তি অক্ষুন্ন রাখার ক্ষেত্রে সরকার, প্রশাসনসহ সর্বমহলের ঐকান্তিক সহযোগিতা আমরা প্রার্থনা করছি।"
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.