
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাইহাট বড়গ্রাম মাঠে অনুষ্ঠিত হলো সাকিব স্পোর্টিং ক্লাব বনাম আব্দুল্লাহ স্পোর্টিং ক্লাব-এর মধ্যকার এক দারুণ জমজমাট ফাইনাল ম্যাচ। স্থানীয় দর্শকদের উচ্ছ্বাস আর করতালিতে মুখর ছিল পুরো মাঠ। খেলা শেষে আয়োজিত হয় মনোমুগ্ধকর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন
মু. শাহজালাল সবুজ
অধ্যক্ষ, ভিশন পলিটেকনিক ইনস্টিটিউট, কুড়িগ্রাম ও
সদস্য, জেলা ক্রীড়া সংস্থা, কুড়িগ্রাম।
বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন তিনি। অতিথি হিসেবে তার উপস্থিতি আয়োজনে যোগ করে এক অনন্য গুরুত্ব ও অনুপ্রেরণা। সবুজ বলেন,
“খেলাধুলা শুধু শরীর গঠনের জন্য নয়, বরং এটি তরুণদের নৈতিকতা, নেতৃত্ব ও শৃঙ্খলার শিক্ষা দেয়। এমন আয়োজনে তরুণরা মাঠমুখী হয়, মাদক থেকে দূরে থাকে এবং দেশ গঠনে ভূমিকা রাখে। আরো, বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন,রশিদ আলী চেয়ারম্যান, গ্রিন ভিলেজ ফাউন্ডেশন। মাহবুবুর রহমান,আমিনুল ইসলাম,আরিফুল আরিফিন প্রমূখ।