লালমনিরহাট প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তাঁর স্ত্রী দলের প্রেসিডিয়াম সদস্য ও লালমনিরহাট জেলা শাখার সভাপতি শেরিফা কাদেরসহ ১৯জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে। এ মামলায় ২০-৩০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সোমবার (২ জুন) দুপুরে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন খলিলুর রহমান নামে এক ব্যক্তি। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসনের ধানের শীষের নেছারিয়া কামিল মাদ্রাসায় নির্বাচনী এজেন্ট ছিলেন।
এজাহারে বাদি অভিযোগ করেন, ২০১৮ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বাদি বিএনপির হয়ে জেলা শহরের নেছারিয়া কামিল মাদরাসা ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। ভোট চলাকালে জি এম কাদেরসহ অন্যদের নির্দেশে খলিলুর রহমানকে ভোটকেন্দ্রের বাইরে এনে মারধর ও হত্যার চেষ্টা করা হয়। সে সময় থানায় মামলা করতে গেলে পুলিশ গ্রহণ করেনি বলেও এজাহারে উল্লেখ করেছেন মামলার বাদি।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী বলেন, পূর্বপরিকল্পিতভাবে বেআইনি জনতা দলবদ্ধ হয়ে মারধর, সাধারণ জখম, হত্যাচেষ্টা, হুমকি ও হুকুমদানের অভিযোগে মামলাটি রেকর্ড করা হয়েছে। তদন্ত চলছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.