মোঃ তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৭ বছর পর জয়পুর হযরত শাহ জালাল মার্কেটের ২১০টি দোকানের ভিটি লটারির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ১০টায় বাজার কমিটির আয়োজনে প্রকাশ্যে এই লটারি অনুষ্ঠিত হয়। দোকান মালিকদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছ ও সর্বসম্মত উপায়ে প্রতিটি ভিটির স্থান নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম। তিনি বলেন, এই মার্কেটটি হোমনার একটি সম্ভাবনাময় ব্যবসায়িক কেন্দ্র। ১৯৯৬ সালে এর জন্য জমি ক্রয় করা হলেও বিভিন্ন কারণে এতদিন দোকান হস্তান্তর সম্ভব হয়নি। আজকের এই উদ্যোগের মাধ্যমে ব্যবসায়ীদের স্বপ্ন পূরণ হলো।
প্রতিটি ভিটির পরিমাণ ০.৩৫ শতাংশ। এর মধ্যে ৬টি ভিটি কাঁচাবাজারের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। অন্যান্য সব দোকানের জন্য গলির বাইরে পূর্ণ জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে প্রতিটি দোকান মালিকের নামে রেজিস্ট্রি করে দলিল হস্তান্তর করা হবে বলে জানান বাজার কমিটির সেক্রেটারী ও হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সাত্তার আল ক্বাদেরী।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, থানা প্রেস ক্লাব সভাপতি মো. কামাল হোসেন, সাংবাদিক মোঃ তারিকুল ইসলাম তারেক, মো. জুয়েল রানা, তিতাস উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, মো. মহাসিন বেপারী, মো. আবুল হোসেনসহ ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দোকান মালিকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
দোকান বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে সভাপতি মাহফুজুল ইসলাম বলেন, যার ভাগ্যে যেটি এসেছে সেখানে দ্রুত দোকান নির্মাণ করে ব্যবসা শুরু করুন। আশাকরি অচিরেই শাহ জালাল মার্কেট হোমনার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.