
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ অন্তত ৫ জন।
আহতরা হলেন, পুলিশ সদস্য ফরহাদ, আব্দুল আজিজ, পথচারী খলিলুর রহমান। বাকি দুইজনের নাম পরিচয় পাওয়া যায় নি।
শুক্রবার সকালে নগরীর গাজীপুরা এলাকায় স্যাটার্ন ও হোপলোন অ্যাপারেলসের সামনে এই ঘটনা ঘটে। এঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার মূখপাত্র বসির আহমেদ অপু ও যুগ্ম সদস্য সচিব নাহিদ হাসান শাওনের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড এর ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বর্জিত মালামাল ডেলিভারি নিতে আসেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার অনুসারীরা। এসময় তাদের বাঁধা দেন স্থানীয় ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবিরের লোকজন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে। ককটেলের আঘাতে আহত হন দুই পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন।
এবিষয়ে বিএনপি নেতা কাজী হুমায়ুন কবির বলেন, আমার প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজের নামে চুক্তিপত্রের মাধ্যমে গত ১০ আগস্ট থেকে স্যাটার্ন কারখানার বর্জিত মালামাল নিচ্ছি। কিন্তু কিছু দিন ধরে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হালিম মোল্লার পক্ষের আল-মামুন, কাজী মামুন, তুহিন, দিপু সরকার, নাহিদ, বাবুল, আদনান, বশির আহমেদ অপু সহ কয়েকশ লোক আজ সকালে কারখানার ফটকে এসে মালামাল নিয়ে যেতে চেষ্টা করে। এসময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
অভিযোগের বিষয়ে জানতে হালিম মোল্লার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার যুগ্ম সদস্য সচিব নাহিদ হাসান শাওন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন গার্মেন্টস থেকে মালামাল নামাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমরা তাদের প্রতিহত করতে যায়। এর আগে ওই স্থানে আমরা ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।