মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র হোমনার গর্ব লাবিব শাহরিয়ার জাতীয় এআই অলিম্পিয়াড ২০২৫-এর চ্যাম্পিয়ন হয়েছে।
দ্বিতীয় বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড ২০২৫-এর জাতীয় পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। কয়েক দফা বাছাই পর্ব শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ১২ জন প্রতিযোগীর মধ্যে মেশিন লার্নিং ও এআই-ভিত্তিক চূড়ান্ত প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেছে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী লাবিব শাহরিয়ার।
২০০-র অধিক প্রতিযোগীর মধ্যে নিজের দক্ষতা, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং প্রযুক্তিগত জ্ঞানের মাধ্যমে জাতীয় পর্যায়ের এই গৌরব অর্জন করে লাবিব জাতীয় চ্যাম্পিয়ন নির্বাচিত হয়।
এ অর্জন শুধুই লাবিবের নয়, এটি হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, কুমিল্লা জেলা এবং গোটা দেশের শিক্ষাব্যবস্থার এক অনন্য সাফল্যের নিদর্শন। ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এমন মেধাবীদের ভূমিকা হবে অপরিসীম।
লাবিব শাহরিয়ার এর পিতা সায়েন্স বিডি IT প্রতিষ্ঠানের পরিচালক ইঞ্জিনিয়ার রিয়াজুল হক এবং মাতা শাহনাজ বেগম, সহকারী শিক্ষক, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় তারা তাদের একমাত্র ছেলের উত্তর উত্তর সফলতা কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।
চ্যাম্পিয়ন হওয়ার পর লাবিব শাহরিয়ারও সকলের দোয়া কামনা করেছে এবং জানিয়েছে, “এটি কেবল শুরু, আমি ভবিষ্যতে এআই ও প্রযুক্তি খাতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই।”
জাতীয় এআই অলিম্পিয়াডের আয়োজকরা জানান, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন প্রজন্মকে প্রস্তুত করতেই এ আয়োজন। এবারের আসর আরও বড় পরিসরে ও প্রতিযোগিতামূলক ছিল বলে জানান তারা।
দেশের প্রযুক্তি খাতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এ সাফল্য নিঃসন্দেহে এক বড় অনুপ্রেরণা।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.