
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৪-২৫-এর আওতায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ মে) লালমনিরহাটের কালেক্টরেট কলেজিয়েট স্কুল মাঠে লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান। এ সময় লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আকরাম হোসাইন, কালেক্টরেট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এটিএম রশিদুল আলম প্রামাণিকসহ খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
ভলিবল প্রতিযোগিতা পরিচালনা করেন আলমগীর হোসেন, আবুল কালাম আজাদ বকুল, রেজাউল করিম, আব্দুস সাত্তার মানু এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতা পরিচালনা করেন মতিউজ্জামান টিটুল, দেবেন্দ্র নাথ বর্মন।
ভলিবল প্রতিযোগিতায় ৪টি বালক দল ও ৪টি বালিকা দল এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ৬জন বালক ও ৬জন বালিকা অংশ গ্রহণ করেন।
পরে বিকালে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।