
নিজস্ব প্রতিবেদক:
অর্থনৈতিক অসচ্ছলতা যেন বাঁধা হয়ে দাঁড়িয়েছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্নে। তবে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে। টেলিভিশন চ্যানেলের এক প্রতিবেদনে কুড়িগ্রামের মেধাবী শিক্ষার্থী মাইনুল ইসলামের সংগ্রামের চিত্র উঠে আসার পর, তার পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় সংগঠনটি।
জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও ভর্তি ফি ও আনুষঙ্গিক খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন মাইনুল। বিষয়টি নজরে আসার পর ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা তার ভর্তির দায়িত্ব গ্রহণ করে।
এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সেক্রেটারি রিয়াজুল ইসলাম। তার সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যেই মাইনুলের ভর্তি সম্পন্ন হয়।
মাইনুল ইসলাম বলেন, “ভর্তির আগে দুশ্চিন্তায় ছিলাম— কিভাবে খরচ চালাবো। ছাত্রশিবিরের সহায়তায় আজ আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।”
ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে থাকার এই ধারা অব্যাহত থাকবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন,,
বাংলাদেশী ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের পাশে থাকে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিষয়টা সামনে আসার সাথে সাথী তার সাথে এবং তার পরিবারের সাথে যোগাযোগ করি।
আমরা অতি দ্রুত তাকে ঢাকায় নিয়ে এসে ভর্তি কার্যক্রম শেষ করে তার আবাসনের ব্যাবস্থা করবো ইনশাল্লাহ।
আমরা চাইনা অর্থাভাবে বা অন্য কোনো কারণে একজন শিকর্থীদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হোক।
আমরা আমাদের সাধ্য অনুযায়ী প্রতিবছর অনেক শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিয়ে থাকি কিন্তু সার্বিক দিক বিবেচনায় আমরা এগুলো গোপন রাখি। তারই ধারাবাহিকতায় এর নিউজ সামনে আসায় আমরা আমাদের সাধ্যমত এই ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আশাকরি তিনি সম্মানের সাথে শিক্ষা জীবন শেষ করে অতি দ্রুত দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন।