নোটিশ :
সারাদেশ প্রতিদিনে আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
টঙ্গীতে ঝুট ব্যবসার দ্বন্দ্বে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণ পুলিশসহ আহত ৫ নাগেশ্বরীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত ভিশন পলিটেকনিকের অধ্যক্ষ ইসলামপুর এম ইউ সিনিয়র ফাজিল মাদরাসার সহ সভাপতি নির্বাচিত লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুদকের অভিযান কুবিতে লিবারেল মাইন্ডসের নতুন ভিপি জাহিদ, সম্পাদক রাজীব টঙ্গী রেলওয়ে জংশন থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ লালমনিরহাটে মাদক চোরাকারবারির হামলায় দুই বিজিবি সদস্য আহত ঐক্যমত কমিশনের আহ্বানে জামায়াত নেতৃবৃন্দের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত সন্ত্রাসী কিলার সুজন গ্রেফতার

চাঁদাবাজিতে বাঁধা; টঙ্গীতে ৬ বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৩১ বার পঠিত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় বিএনপির ৬ নেতাকর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামীপন্থী গাজীপুর জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে। শনিবার ভোররাতে স্থানীয় মা টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন ৫৫ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সম্পাদক ও গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির যুগ্মসাধারণ সম্পাদক শাহাদাত হোসেন (৪৪), সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহাগ (৪৫), সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন, (৪৪), বিএনপি কর্মী আবু সাইদ, মহর আলী ও হেলাল।
ভুক্তভোগীরা জানায়, গত কিছুদিন যাবৎ সোনালী টোব্যাকো রোড, তালতলা রোড, ন্যাশনাল টিউব রোড ও তমিজি হক রোডে অবৈধ ভাবে পার্কিং করা গাড়ি থেকে গাজীপুর জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা উত্তোলন করছিল একটি চক্র। যার একটি অংশ পায় গাজীপুর জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি। এই চাঁদাবাজির বিরোধিতা করে আসছিল স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নেতারা। এর সুত্র ধরে বৃহস্পতিবার গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির অফিসে ঢুকে হুমকি প্রদান করেন ইউনিয়ন সভাপতি আব্দুর রশিদ ভুঁইয়া। এঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেন তারা।
এরপর শনিবার ভোররাতে ইউনিয়নের শ্রমিক নেতা সেলিম ওরফে হাতি সেলিমের নেতৃত্বে সানাউল্লাহ, মারুফ সহ তিনটি ট্রাক করে শতাধিক সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে গুরুতর আহত হন সাহাদাত, সোহাগ, হেলাল, ইউসুফ সহ ছয় জন। পরে আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহাদাত ও হেলালকে হাসপাতালে ভর্তি করেন এবং গুরুতর আহত সোহাগকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
ভুক্তভোগীদের দাবী, মালিক সমিতি সাধারন সম্পাদক আজাদ হোসেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ ভুঁইয়া ও সাধারণ সম্পাদক শামসুল হক রানার নির্দেশে এই হামলা চালায় সন্ত্রাসীরা। এই তিন নেতা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম ও আজমত উল্লা খানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত।
গাজীপুর জেলা ট্রাক কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ ভুঁইয়া বলেন ঠিকাদার মালিক সমিতির লোক জন ভোর রাতে চালকদের কাছে চাঁদা চাইতে গেলে চালকরা চাঁদা দিতে অস্বীকার করে। এসময় তারা চালকদের মারধর করলে চালকরা সংঘটিত হয়ে তাদের মারধর করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 saradeshpratidin.com
Design & Development By HosterCube Ltd.