টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
কারা হেফাজতে পুবাইলের হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। বুধবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অঞ্চলে টঙ্গী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন তারা।
আহলে সুন্নাত ওয়াল জামাতের টঙ্গী পশ্চিম থানার সভাপতি মুফতি সিদ্দিকুর রহমান আল কাদরীর সভাপতিত্বে কর্মসুচীতে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব ওলি উল্লাহ আসেকী, কেন্দ্রীয় সদস্য সচিব ও বিশিষ্ট ইসলামীক বক্তা মাওলানা গিয়াস উদ্দিন তাহেরি, কেন্দ্রীয় নেতা মাসুদ হোসেন আল কাদেরী, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি মিরাজুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মিথ্যা অপবাদ দিয়ে মাওলানা রইস উদ্দিনের উপর পরিকল্পিতভাবে হামলা করে একটা মব সৃষ্টি করা হয়েছিল। পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করলেও সুচিকিৎসার ব্যবস্থা করেনি। পুলিশের অবহেলার কারণেই মাওলানা রইস উদ্দিন এর মৃত্যু হয়েছে। তার ওপর পরিকল্পিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। অতিসত্বর হামলাকারীদের গ্রেফতারের দাবী করেন বক্তারা।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.