
শাহজামাল শাওন, কুড়িগ্রাম :
দাওয়াত ও সমাজ সেবার মাধ্যমে জনগণের আশা- আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে- মাওলানা আব্দুল হালিম
অদ্য ২৯/৪/ ২০২৫ ইং রোজ মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা কার্যালয় আল ফালাহ মিলনায়তনে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এর সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমারা নতুন বাংলাদেশ গড়তে চাই। জামায়াতের প্রতি মানুষের যে ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তা দাওয়াত ও জনসেবার মাধ্যমে জনগণের আশা- আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, ইনশাআল্লাহ।
জামায়াতে ইসলামী সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না, জামায়াত সৌহার্দ্য- সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করতে চায় ৷
এছাড়াও প্রধান অতিথি জেলা থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক কার্যক্রমের খোঁজ- খবর নেন এবং সামনের দিনগুলোতে পরিবর্তনের উপযোগী নেতৃত্ব গঠন এবং কর্মী তৈরির উপরে গুরুত্বারোপ করেন।
উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, অধ্যাপক আনোয়ারুল ইসলাম , অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, জনাব মুস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, মাওলানা আব্দুল হামিদ, ছাত্রশিবিরের জেলার সভাপতি মুকুল হোসেন। এছাড়াও উক্ত সমাবেশে জেলা কর্ম পরিষদ সদস্যবৃন্দ এবং বিভিন্ন উপজেলা আমীর ও সেক্রেটারিগন উপস্থিত ছিলেন।