টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠনের লক্ষ্যে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি এইচ এম আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, শাহরিয়ার হক মজুমদার শিমূল।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ জিয়ার আদর্শের সংগঠন। এই সংগঠনে কোন দুষ্কৃতিকারী, মাদকসেবীর স্থান হবে না। গনতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া ও তারণ্যের প্রতীক দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল সু সংগঠিতভাবে দীর্ঘ ষোল বছর ফ্যাসিস্ট হাসিনার নির্যাতন, ঘুম, খুন, সহ্য করে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। কোন অপশক্তির কাছে ছাত্রদল মাথা নত করিনি ভবিষ্যতেও করবে না। সারাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে ও দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদল কাজ করে যাচ্ছে।
পদ প্রত্যাশীদের উদ্দেশ্যে তারা আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং, মাদক সেবন, দখলবাজ, চাঁদাবাজের স্থান হবে না। অন্য কোন সংগঠন থেকে সুসময়ের কোকিল হয়ে ছাত্রদলের পদ পাওয়া যাবে না।
এসময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান, সহ সভাপতি সাইফুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন, দপ্তর সম্পাদক বোরহান প্রমুখ।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.