
সোহেল রানা,কুড়িগ্রাম:
রাজারহাট উপজেলার আইনশৃংখলা ও অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। (সোমবার ২৮ এপ্রিল ২০২৫) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার মাদক,জুয়া,অপরাধ ও চোরাচালান নিরোধের উপর বিশেষ আলোচনা করা হয়। সভায় রাজারহাট উপজেলা বাজারের যানজট নিরসনে কিছু নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেগুলো উত্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আশাদুল হক। সার্বিক আইনশৃঙ্খলা ও অপরাধ দমনে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তছলিম উদ্দিন বিশেষ পদক্ষেপের কথা জানান। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান,উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য কর্মকর্তা,আরিফুল ইসলাম লাভলু,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রউফ,বিদ্যানন্দ ইউনিয়ন চেয়ারম্যান তাইজুল ইসলাম,চাকিরপশার ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস ছালাম,উপজেলা বিএনপির সভাপতি মো: আনিসুর রহমান,জামাতের আমির মাওলানা মো: কপিল উদ্দিন,রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: আনিছুর রহমান লিটন,রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন লাল,দৈনিক কালবেলা’র রাজারহাট উপজেলা প্রতিনিধি সোহেল রানা,রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,জাতীয় নাগরিক পার্টির রাশেদুল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আল মিজান মাহিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।