
মোঃ তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
সম্প্রতি চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘি ময়দানে অনুষ্ঠিত জব্বারের বলি খেলায় দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় কুমিল্লার হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মনিপুর গ্রামের কৃতি সন্তান বাঘা শরীফকে সংবর্ধনা দিয়েছে হোমনা উপজেলা প্রশাসন।
২৮ এপ্রিল সোমবার দুপুর ১টায় হোমনা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক, ক্রীড়াবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বাঘা শরীফের অনন্য কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের জন্য সুনাম বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন। বাঘা শরীফ তার বক্তব্যে সম্মাননা প্রদানের জন্য উপজেলা প্রশাসনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশকে আরও গর্বিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানের শেষাংশে বাঘা শরীফকে সম্মাননা উপহার প্রদান করা হয়। পরে হোমনা উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে এক পর্যায়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।