টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের পূবাইলে ভুয়া মুক্তিযোদ্ধার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আনন্দ টেলিভিশনের সাংবাদিকসহ দুই সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন। রবিবার দুপুরে স্থানীয় খিলগাঁও পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এঘটনা থানা সাধারণ ডাইরি করেছেন ভুক্তভোগী সংবাদ কর্মী।
ভুক্তভোগী সাংবাদিক শাকিল জানান, তিনি ও তার সহকর্মী মোঃ সেলিম সহ পূবাইল ৪১নং ওয়ার্ড খিলগাঁও এলাকার বাসিন্দা আব্দুর রউফ সরকারের বাড়িতে যান এবং তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য ভিডিও ধারণকালে ভূয়া মুক্তিযোদ্ধা অভিযোগে অভিযুক্ত আব্দুর রউফ সরকারের বড় ছেলে সোলায়মান সরকার কোনো কথা না শুনেই উত্তেজিত হয়ে তাদের দুজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। শুধু তাই নয়, তিনি তাদের বিরুদ্ধে দশ লক্ষ টাকা চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে মুঠোফোনে ভিডিও ধারণ করেন।
শাকিলের আশঙ্কা, এই ভিডিও ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্মানহানি করা হতে পারে।সাংবাদিক শাকিল বিষয়টি তাৎক্ষণিকভাবে তাদের টেলিভিশন কর্তৃপক্ষ ও স্থানীয় পূবাইল থানা পুলিশকে অবহিত করলে অভিযুক্ত সোলায়মান আরও ক্ষিপ্ত হয়ে তাদের প্রাণনাশের হুমকি দেন।
পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে সাংবাদিকদের সমর্থন জানান এবং ঘটনার প্রতিবাদ করেন। পরে স্থানীয়দের সহায়তায় শাকিল ও তার সহকর্মী পূবাইল থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এই ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পুবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম বলেন, অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা একজন সংবাদ কর্মীর নৈতিক দায়িত্ব। সেখানে আজ যে ঘটনাটা ঘটেছে তা খুবই দুঃখজনক। সাংবাদিকরা সমাজের দর্পণ তাদের সাথে এমন আচরণ কখনোই কাম্য নয় আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে সংবাদ কর্মীদের হেনস্তাকারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.