রাজারহাট,(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মুন্সি পাড়া গ্রামে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া তিনটি পরিবারের মাঝে উপজেলা প্রশাসন ও রাজারহাট উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে উপস্থিত হয়ে খাদ্য সহাসহায়তা প্রদান করেন। খাদ্য সহায়তার পাশাপাশি তিনি আগুনে পুড়ে যাওয়া দুই ব্যক্তি ও গবাদিপশুর সরকারি চিকিৎসা সহ বসতবাড়ি নির্মাণের সহায়তার আশ্বাস দেন। উপজেলা প্রশাসনের পাশাপাশি রাজারহাট উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন কিছু নগদ অর্থ প্রদান করেন। এসময় ছিনাই ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আবুল কালাম আজাদ, দৈনিক কালবেলা'র রাজারহাট উপজেলা প্রতিনিধি সোহেল রানা,উপজেলা প্রেসক্লাবের সদস্য রতন রায়,মোশাররফ হোসেন প্রমুখ।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান,আগুনে পুড়ে যাওয়ার ঘটনা জানিয়ে ষাটোর্ধ আমজাদ আলী বলেন,গত মঙ্গলবার ২২এপ্রিল রাত আনুমানিক তিনটার দিকে তাদের গোয়াল ঘরে দেওয়া কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। এখান থেকে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে পাশাপাশি অবস্থান করা তার ছেলে সিরাজুল ও শফিকুলের আরও দুটি ঘরে আগুন লেগে যায়। এতে করে গোয়াল ঘরে থাকা একটা গরু তিনটি ছাগল,২৫ জোড়া কবুতর সহ বেশকিছু হাঁসমুরগি পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করলে তারা গাড়ি নিয়ে ঘটনা স্থলে প্রবেশের রাস্তা না পাওয়ায় পরিদর্শন করে ফিরে যান। আগুন নেভাতে গিয়ে আমজাদ আলীর মাথা ঘাড় ও পিঠ তার ছেলে শফিকুলের ঘাড়ে আগুনের ফুলকি ছিটকে পড়ে গিয়ে ফোসকা পড়ে গেছে। ক্ষতিগ্রস্ত আমজাদ আলী বলেন আসন্ন কোরবানির ঈদে বিক্রির উদ্দেশ্যে একটা গরু তারা পালন করেছিলেন সেটি পুড়ে মারা যাওয়ায় তাদের পরিবার অনেক ক্ষতির সম্মুখীন। সব মিলে তাদের প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান তারা। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান দৈনিক কালবেলাকে বলেন,অগ্নিকাণ্ডের এই ঘটনাটি জানার পরে ঘটনাস্থল পরিদর্শন করে সহায়তা প্রদান করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে পূণর্বাসন করার চেষ্টা করা হবে।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.