
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে শ্রেণিভিত্তিক মা সমাবেশ ও উপবৃত্তি, অনিয়মিত উপস্থিতি, প্রান্তিক মূল্যায়ন এবং পড়াশোনার অগ্রগতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) লালমনিরহাটের ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মা সমাবেশে বক্তব্য রাখেন ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সমিতির সহ-সভাপতি আব্দুর রউফ, সভাপতি ঠাকুর দাস রায়, প্রধান শিক্ষক মিনতী রাণী সরকার প্রমুখ। এ সময় ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ৩য় শ্রেণির মা অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।