
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে রংপুর কোতয়ালী থানায় দায়েরকৃত একটি মিথ্যা মামলায় গত ৬ এপ্রিল বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, সিএনএন, বাংলা টিভি ও দৈনিক খবর বাংলা পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি শাহিনুর ইসলাম শাহিন- কে গ্রেফতার করায় তার নিশর্ত মুক্তি ও মিথ্যা মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টায় লালমনিরহাটের মিশন মোড়ে চত্ত্বরে বাংলাদেশ প্রেসক্লাবের লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন লালমনিরহাট প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মাজহারুল ইসলাম বিপু, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, এশিয়ান টেলিভিশন লালমনিরহাট জেলা প্রতিনিধি নিয়ন দুলাল, সময়ের কন্ঠস্বর লালমনিরহাট জেলা প্রতিনিধি কাওছার মাহমুদ, বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার আহবায়ক কল্লোল মাহমুদ, আদিতমারী উপজেলা শাখার সভাপতি সাদিকুল ইসলাম প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলার সকল কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন এসেছে আর একটি বিশেষ গোষ্ঠী লুটপাট মামলা বাণিজ্যে মেতে উঠেছে। তারাই দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে। সাংবাদিকেরা যেন প্রকৃত ঘটনা তুলে ধরতে না পারে সেজন্য প্রথমেই তাদের টার্গেট করা হয়েছে। সাংবাদিক শাহিনকে আওয়ামী লীগ এর দোরস বানিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
বক্তারা বলেন, সাংবাদিক শাহিনকে চক্রান্ত করে মামলায় ৫৪ নাম্বার আসামী করা হয়েছে এবং কালীগঞ্জ থানার (ওসি) ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা আরও বলে অবিলম্বে মামলা থেকে সাংবাদিক শাহিনেকে অব্যাহতি ও কালীগঞ্জ থানার (ওসি)কে প্রত্যাহারের দাবি জানান।
বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সম্পাদক এস আর শরিফুল ইসলাম রতন বলেন, বাংলাদেশ প্রেসক্লাবের কালীগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহিনের বিরুদ্ধে রংপুর কোতোয়ালী থানায় একটি হত্যা মামলায় জড়ানো হয়েছে তা থেকে অব্যাহতি দাবি জানিয়ে বলেন, ফ্যাসিবাদী সরকারের বড় বড় দোসর ও মামলার প্রধান প্রধান আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে তাদেরকে (ওসি) গ্রেফতার করছে না, (ওসি) আওয়ামী লীগে নেতাদের সাথে চা চক্র করছে, সাংবাদিক শাহিনকে গ্রেফতারের কারণ কি কারণ সাংবাদিক শাহিনের সাথে ব্যক্তিগত আক্রোশ। সাংবাদিক শাহিন জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে ছিলেন, তাকে চক্রান্ত করে একটি কুচক্রী মহল মামলায় ফাসিয়েছে।
তিনি আরও বলেন, সাংবাদিক শাহিনকে মামলা থেকে অব্যাহতি নাদিলে আমরা কঠোর আন্দোলনে যাবো, সেই সাথে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিককে প্রত্যাহার করতে হবে।
এছাড়াও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি করেন।
উল্লেখ্য যে, গত ৬ এপ্রিল রংপুর কোতোয়ালী থানার দায়েরকৃত একটি মিথ্যা মামলায় বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহিনকে কালীগঞ্জ থেকে কর্মরত অবস্থায় গ্রেফতার করা হয়।