
ঢাকা প্রতিনিধি:
মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো“আলফা স্টার ২০২৪”–এর সম্মাননা ও বৃত্তি বিতরণ অনুষ্ঠান। আয়োজক LightHouse Academy এবং সহযোগী BSPRC (Bangladesh Students Programming & Robotics Club) ও World AI and Robotics Foundation, যৌথ উদ্যোগে মেধাবী ২৬ জন শিক্ষার্থীর মোট ৭,১৭,৫০০ টাকা মুল্যের আর্থিক ও শিক্ষা বৃত্তি, সম্মাননাপূর্ণ ক্রেস্ট, সার্টিফিকেট ও BSPRC থেকে ফ্রি প্রযুক্তিগত উন্নয়নমূলক কোর্সের ( ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি, মাইক্রোসফট, প্রোগ্রামিং ইত্যাদি) সুযোগ প্রদান করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন—স্মিতা জান্নাত, লেখক ও কলামিস্ট,দৈনিক দেশকাল পত্রিকা। সভাপতিত্ব করেন তানজিল আহমেদ বন্ধন (প্রধান সমন্বয়ক, আলফা স্টার ২০২৪)। কোরআন তেলাওয়াত করেন তানজিম আহমেদ (শিক্ষক, LightHouse Academy), স্বাগত বক্তব্য দেন মোঃ আলিমুজ্জামান (প্রতিষ্ঠাতা, World AI & Robotics Foundation) এবং শুভেচনা বক্তব্য রাখেন নাঈমুর রহমান (পরিচালক, LightHouse Academy)।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম (উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসন) তার বক্তব্যে বলেন,এই বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়,শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে আরও আত্মবিশ্বাস যোগায়।”
ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম (উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) প্রধান বক্তা হিসেবে যোগ করেন,দেশের উন্নয়নে মেধাবী তরুণ প্রজন্মের বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এইচ. এম. অলিউল্লাহ (অধ্যক্ষ, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ), মোঃ মোজাম্মেল হক পাটওয়ারী (অধ্যক্ষ, সরকারি জামিলা আইনুল আনন্দ স্কুল ও কলেজ), অধ্যাপক মুহাম্মদ লিয়াকত আলী (উপাধ্যক্ষ, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ), মোঃ কামরুল হাসান (চেয়ারম্যান, ম্যাক শিক্ষা পরিবার) এবং রায়হান আহমেদ (কোঅর্ডিনেটর, BSPRC ও সিনিয়র সহ-সম্পাদক, The Asian Age)।
রায়হান আহমেদ অনুষ্ঠানে বলেন,২০২৮ সালের মধ্যে ৫ লক্ষ দক্ষ তরুণ তৈরির মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তি ও উদ্ভাবনে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই BSPRC–এর দীর্ঘমেয়াদি লক্ষ্য।”
আলফা স্টার বৃত্তির প্রধান সমন্বয়ক তানজিল আহমেদ বন্ধন বলেন,আমরা দেশব্যাপী মেধাবীদের মূল্যায়ন ও অনুপ্রেরণা যোগাতে এই উদ্যোগ নিয়েছি। আশাকরি আমাদের এই মেধাবীরাই দেশকে উন্নতির শিখরে নিয়ে পৌছাবে।”
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অভিভূত উষ্মা অনুভব করেন—অষ্টম শ্রেণির হুমায়রা কবির ঐশী ও অভিভাবক মোঃ হুমায়ুন কবিরের আবেগঘন বক্তব্য অনুষ্ঠানের আবহ সজীব করে তোলে। শেষ পর্যন্ত শিক্ষক,অভিভাবক ও অতিথিরা ফটোসেশনে অংশ নিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখেন।