নোটিশ :
সারাদেশ প্রতিদিনে আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
টঙ্গীতে দুই শিশুকে হত্যার দায়ে মা গ্রেফতার মোহাম্মদপুরে ‘আলফা স্টার ২০২৪’ সম্মাননা ও বৃত্তি বিতরণ অনুষ্ঠান ফ‍্যাসিবাদীদের পতন হয়েছে কিন্তু ফ‍্যাসিবাদরা বিদায় হয়নি-লালমনিরহাটে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান লালমনিরহাটে আসছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদককে কারাগারে প্রেরণ গাজীপুরে ট্রাকে ভর্তি গাঁজাসহ আটক ৩ কুড়িগ্রামে সেনাবাহিনীর সহযোগিতায় বদলে গেছে জেলা কারাগার লালমনিরহাটে অবৈধ নিয়োগ বাতিল ও দূর্নীতি পরায়ণ নিয়োগ প্রদানকারী কর্মকর্তাদের শাস্তির দাবীতে- বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত পীরগঞ্জ প্রেসক্লাবে ওয়ার্ল্ড ভিশনের লার্নিং শেয়ারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত টঙ্গীতে তামিরুল মিল্লাতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

লালমনিরহাটে অবৈধ নিয়োগ বাতিল ও দূর্নীতি পরায়ণ নিয়োগ প্রদানকারী কর্মকর্তাদের শাস্তির দাবীতে- বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৪৪ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে সম্প্রতি লালমনিরহাট জেলা ও দায়রা জজ স্বজনপ্রীতি, দূর্নীতি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে আওয়ামী দোসরদের বিভিন্ন পদে নিয়োগ প্রদান করে উক্ত অবৈধ নিয়োগ বাতিল ও দূর্নীতি পরায়ণ নিয়োগ প্রদানকারী কর্মকর্তাদের শাস্তির দাবীতে- বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা পরিষদ সুপার মার্কেট রোডে সচেতন নাগরিক সমাজ লালমনিরহাটের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে সচেতন নাগরিক সমাজ লালমনিরহাটের আহবায়ক জয়নুল আবেদীন স্বপন-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজ লালমনিরহাটের সদস্য, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক প্রমুখ। এ সময় সচেতন নাগরিক সমাজ লালমনিরহাটের সদস্য অ্যাড. মোঃ ময়েজ উদ্দিন সরকার ময়েজ, মোঃ সাহেদুল হক ছোটন, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন মজনু, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহেদুল হক পাটোয়ারী, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শীবেন্দ্র নাথ রায় শিবুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সচেতন নাগরিক সমাজ লালমনিরহাট সূত্রে জানা গেছে, জেলা ও দায়রা জজ আদালত, লালমনিরহাট কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১৪টি কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিক পদ, ৪টি জারীকারক পদ ও ৬টি অফিস সহায়ক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই মোতাবেক নিয়োগ বোর্ডের প্রধান নির্বাচিত করা হয়, জনাব নিত্যানন্দ রায়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ লালমনিরহাট। গত ২২/২/২০২৫খ্রি. তারিখে কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৮/২/২০২৫খ্রি. লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ৪/৩/২০২৫খ্রি. মৌখিক পরীক্ষা নেওয়া হয় এবং ৫/৩/২০২৫খ্রি. ফলাফল প্রকাশ করে ওই দিনেই নিয়োগপত্র ইস্যু করা হয় এবং ওই দিনেই তাদেরকে চাকুরীতে যোগদান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। ২৮/২/২০২৫খ্রি. অফিস সহায়ক ও জারিকারক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ৫/৩/২০২৫খ্রি. মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫/৩/২০২৫খ্রি. তারিখেই নিয়োগপত্র প্রদান করে যোগদানের নির্দেশ দেওয়া হয়। কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিক প্রার্থীদেরকে নিয়োগ কমিটি কর্তৃক সুপারিশক্রমে ৫/৩/২০২৫খ্রি. নিয়োগপত্র ইস্যু করে ৫/৩/২০২৫খ্রি. তারিখেই যোগদানের নির্দেশ প্রদান করা হয়। কিন্তু অতিরিক্ত শর্তাবলী মোতাবেক শারিরীক যোগ্যতার সনদপত্র এবং পুলিশ ভেরিফিকেশন সনদ পত্রসহ যোগদান করতে বলা হয়। যোগদানে ব্যত্যয় ঘটিলে নিয়োগ বাতিল বলিয়া গণ্য করা হবে। যেহেতু নিয়োগের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা নিজ জেলার সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার শর্তাবলী প্রদান করা হয়। সেহেতু চুয়াডাঙ্গা, নীলফামারী রাজশাহী, কুড়িগ্রাম, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাও ইত্যাদি জেলার নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গ রয়েছেন, সেহেতু সেই সব নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণ কিভাবে তা সংগ্রহ করে যোগদান করলেন। বিষয়টি পূর্ব নির্ধারিত বিধায় সময় বা নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধ ভাবে তাদেরকে চাকুরীতে যোগদান করে নেওয়া হয়। যা অনৈতিক, স্বজন প্রীতি, ক্ষমতার অপব্যবহার বলে প্রতীয়মান।
উক্ত নিয়োগে অনিয়ম, দূর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার পরিলক্ষিত হওয়ায় সচেতন নাগরিক সমাজ লালমনিরহাট এই নিয়োগ বাতিলের দাবিতে ৬ মার্চ বৃহস্পতিবার হতে ৭ ও ৮ই মার্চ মাইকিংকের মাধ্যমে ৯ মার্চ সকাল ১০ঘটিকার মিশন মোড় চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ ও জজকোর্ট অভিমুখে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। এই কর্মসূচি ও মাইকিং করা হইলে ৮ মার্চ জেলা ও দায়রা জজ কর্তৃক স্বাক্ষরিত নিয়োগ স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হইলে সচেতন নাগরিক কমিটি উক্ত সমাবেশ ও মিছিলের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেন। নিয়োগ স্থগিত করায় প্রমানিত হয় যে, এই নিয়োগের ক্ষেত্রে দূর্নীতি, নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি ও আওয়ামী দোসরদের পুনঃবাসনের ব্যবস্থা করা, যা গত জুলাই/২৪ গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের সাথে প্রতারণার শামিল। এই ধরনের কর্মকান্ড কোন ভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু অত্যন্ত পরিতাপ ও দুঃখের বিষয় এই যে, সুনির্দিষ্ট অনিয়ম, দূর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের কারনে স্থগিত আদেশকে তোয়াক্কা না করে পূণরায় নিয়োগ আদেশ বহাল করা হয়। যাহা লালমনিরহাটবাসীকে ব্যথিত করেছে, জেলাবাসীকে মেধাশূন্য করেছে বলে সচেতন নাগরিক সমাজ মনে করে। এহেন অনিয়ম দুর্নীর্তি, স্বজন প্রীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে উক্ত নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা এবং অনিয়ম দূর্নীতি ভরা নিয়োগের সাথে যে সমস্ত কর্মকর্তা জড়িত রয়েছে তাদের অবিলম্বে শাস্তির জোর দাবি জানানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 saradeshpratidin.com
Design & Development By HosterCube Ltd.