
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ওয়ালটন শো-রুম এস এস ইলেকট্রনিকসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট প্রায় ১ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (১৩ এপ্রিল) ভোর ৬টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী বাজারের সিরাজুল ইসলামের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত পাশের ওয়ালটন মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১৫টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার নির্দিষ্ট কারণ জানা না গেলেও স্থানীয়রা ধারণা করছেন, ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূচনা হয়ে থাকতে পারে। আগুনে ওয়ালটন শো-রুমের ফ্রিজ, এসি, টিভি, রাইস কুকার, বিভিন্ন ধরনের ফার্নিচারসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোঃ ওয়াদুদ হোসেন বলেন, বড়বাড়ী বাজারের ওয়ালটন শো-রুমে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।