
বাকৃবি প্রতিনিধি:
‘চাঁদরাত’—শব্দটি শুনলেই ঈদের আগের রাতের আনন্দময় চিত্র মনে পড়ে। তবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এর একটি ভিন্নতর তাৎপর্য রয়েছে। এখানে ‘চাঁদরাত’ হিসেবে উদযাপন করা হয় স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আগের রাতটি। প্রতি বছরই এ রাতকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রঙিন আয়োজনের মাধ্যমে স্বাগত জানান আগত ভর্তিচ্ছুদের।
আগামী ১২ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃষি গুচ্ছভুক্ত ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এসে সমবেত হয়েছেন বাকৃবি প্রাঙ্গণে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের সাহস ও অনুপ্রেরণা দিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয়জুড়ে শুরু হয়ে যায় ‘চাঁদরাত’-এর প্রস্তুতি।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ভবন, প্রধান চত্বর এবং পায়ে চলা পথজুড়ে আঁকা হয় মনোমুগ্ধকর রঙিন আল্পনা। লাল, নীল, সবুজ, হলুদ—বিভিন্ন রঙের ছোঁয়ায় নতুন রূপে সেজে ওঠে পুরো বাকৃবি ক্যাম্পাস। একইসঙ্গে চলে আলোকসজ্জার ব্যস্ততা। সবুজ প্রকৃতির মাঝে এই আলোর ঝলকানি সৃষ্টি করে এক অপার সৌন্দর্য। যেন তারাভরা কোনো স্বপ্নলোক নেমে এসেছে ক্যাম্পাসজুড়ে।
এক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, এই বর্ণিল আয়োজন আমাদের মানসিকভাবে প্রশান্তি দিচ্ছে। সিনিয়রদের আন্তরিকতা আর পরামর্শ আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।
বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী নূর আয়েশা বলেন, বাকৃবির উৎসব গুলোর মধ্যে অন্যতম বাকৃবির চাঁদ রাত। প্রতিবছর আগ্রহের সাথে এইদিনটার অপেক্ষা করি,কারণ সিনিয়র জুনিয়র সবাই মিলে আনন্দ মেতে উঠার সুযোগ করে দেয় চাঁদরাত। পাশাপাশি নবাগত পরীক্ষার্থীদের বিশেষ অনুেপ্ররণা জোগায়।