
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে তামাক চাষীদের নানা রকমের হয়রানি, মূল্য বৈষম্য, সিন্ডিকেটের প্রতিবাদে এবং শক্তিশালী সংগঠন গড়ার লক্ষ্যে- তামাক চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) লালমনিরহাটের সাপ্টিবাড়ী হাই স্কুল মাঠ লালমনিরহাট জেলার সর্বস্তরের তামাক চাষীবৃন্দের ব্যবস্থাপনায় এ তামাক চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাপ্টিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোনায়েম সিদ্দিক মিলন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোঃ মজমুল হোসেন প্রামানিক, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শীবেন্দ্র নাথ রায় শিবুসহ লালমনিরহাট জেলার সর্বস্তরের তামাক চাষীবৃন্দ উপস্থিত ছিলেন।