টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজা, রাফাহ, খান ইউনুসসহ সারা দেশ জুড়ে দীর্ঘদিন যাবৎ চলমান ইসরায়েলি বর্বরতা ও গনহত্যার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে গাজীপুর মহানগর ছাত্রদল।
মঙ্গলবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অঞ্চলের চেরাগ আলী মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে টঙ্গী সরকারি কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি এইচ এম আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সিঃ সহ সভাপতি সাইফুল ইসলাম শামীম, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ খান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, দখলদার ইহুদি গোষ্ঠী ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের মুসলমানদের উপর গনহত্যা চালাচ্ছে তা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদসহ গাজা, রাফাহ, খান ইউনুসের মত শহর আজ ধংসস্তুপে পরিনত হয়েছে। হত্যা করা হয়েছে নারী শিশুসহ লক্ষ মুসলমানকে। অবিলম্বে এই গনহত্যা বন্ধ করে স্বাধীন ফিলিস্তিনকে দখলদার মুক্ত করা দাবী জানানো হয়।
এসময় সকলের প্রতি ইসরায়েলের পন্য বর্জন করার আহবান জানিয়ে বক্তারা আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ জিয়ার আদর্শের সংঘটন। আমরা কোন সহিংসতা বা মব সৃষ্টিকে সমর্থন করি না। ইতিপূর্বে বিক্ষোভের নামে যারা মব সৃষ্টি করে লুটপাট করছে তাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবী জানান তারা।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.