সোহেল রানা,কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রাজারহাটে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী-সন্তানকে মারধরের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় মেয়ের ভাই আল-আমিন বাদি হয়ে ১৭জনকে আসামী করে রাজারহাট থানায় এজাহার দাখিল করেন এবং আসামি আলতাফ হোসেনকে রাজারহাট থানা পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর বাসিন্দা আদম আলীর বসতবাড়ির উঠানে শালিসি বৈঠকে। স্বামী হারুন অর রশীদ উপজেলার ছিনাই ইউনিয়নের মোস্তফার ছেলে ও ইন্নি আক্তার আদুরি একই ইউনিয়নের আদম আলীর মেয়ে। এজাহার সুত্রে জানা গেছে,যৌতুকের টাকা পরিশোধ করতে না পেয়ে ইন্নি আক্তার আদুরি দীর্ঘদিন সন্তান নিয়ে বাবা আদম আলীর বাড়ীতে অবস্থান করেন। দু'পক্ষের আপোষ মিমাংসা লক্ষ্যে শালিসি বৈঠকের সিদ্ধান্ত নেয় স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ। এমতাবস্থায় গত ২রা এপ্রিল আদম আলীর উঠানে স্থানীয় বাসিন্দা ও গণমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতেই শালিসি বৈঠকে পরিকল্পিত মেয়ে পক্ষের পরিবারের লোকজনের উপরে আক্রমণ করে পাঁচজনকে গুরুতর আহত করে স্বর্ণালংকার,মোটরসাইকেলসহ গবাদি পশু নিয়ে যায়।পরে ৯৯৯ কলে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মটরসাইকেল,গবাদি পশু উদ্ধার করে। এজাহার সুত্রে আরও জানা গেছে,বিবাহের কিছু দিন পর থেকে যৌতুকের টাকা না পাওয়ায় স্বামী-স্ত্রীর কলহ চলে আসছে। রাজারহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: তসলিম উদ্দিন বলেন মামলা রুজু হয়েছে,একজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.