
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত টঙ্গী পূর্ব থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক আকাশ ঘোষ।
পরিচয় পর্ব শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক নাবিল আল ওয়ালিদ এবং সদস্য সচিব মো: মহসিন উদ্দীনের স্বাক্ষরিত ১৩১ সদস্য বিশিষ্ট ‘টঙ্গী পূর্ব থানার আহবায়ক কমিটি ঘোষণা যুগ্ম আহবায়ক আকাশ ঘোষ।
নবগঠিত কমিটির আহবায়ক হলেন, গৌরব ঘোষ, সদস্য সচিব আকাশ খান, মূখ্য সংগঠক আব্দুল কাইয়ুম ও মুখপাত্র রাশাদ খান নাহিদ।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং ফিলিস্তিনের শহীদদের স্মরণে ১ মিনিটের নিরবতা পালন করা হয়। এসময় কমিটি ঘোষণার পাশাপাশি সকলের মধ্যে পরিচয় ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন নেতাকর্মীরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আকাশ ঘোষ বলেন, আপনাদের উপর অর্পিত দায়িত্বের প্রতিফলনই শহীদদের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতার প্রমাণ। সুন্দর, সুস্থ ও সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান তিনি।
পরিচিতি সভায় নবগঠিত কমিটির আহবায়ক গৌরব ঘোষ বলেন, দেশ রক্ষার শপথ নিয়ে আমরা সর্বদা জাগ্রত আছি যেকোনো মূল্যে এই দায়িত্ব পালনে পিছুপা হওয়া যাবে না।
সংগঠনের সদস্য সচিব আকাশ খান বলেন,”ন্যায় নিষ্ঠা এবং একাগ্রতাই হবে আমাদের চলার পথের পাথেয়। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে থাকবে আমাদের জিরো টলারেন্স”।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল কাইয়ুম এবং মুখপাত্র রাশাদ খান নাহিদ।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, টঙ্গী পূর্ব থানার সকল নেতৃবৃন্দ।